⚠️ রাসূল ﷺ বলেছেন, নিজের প্রয়োজন পূরণ হওয়ার ক্ষেত্রে ‘সেটা গোপন এবং লুকায়িত রাখার’ মাধ্যমে সাহায্য লাভ করো। কেননা, প্রতিটা নিয়ামত লাভকারী হিংসার স্বীকার হয়ে থাকে। (তাবারানী-আওসাতঃ২৫২৯)
⚠️ রাসূল ﷺ আরো বলেছেন: “আল্লাহর ফায়সালা ও তাক্বদিরের পর আমার উম্মতের বড় অংশের মৃত্যু হবে বদনজরের কারণে!”। (মুসনাদে আবি দাউদ ১৮৫৮, সনদ হাসান)
চিকিৎসা চলাকালীন রুগীদের রিঅ্যাকশনের কিছু ভিডিও ক্লিপ এখানে দেখানো হলো, যাতে করে চিকিৎসা চলাকালীন রুগীর রিয়াকশন দেখে রুগীর অভিভাবকরা বিব্রত না হয়। তবে সব সময় সব রুগীর ক্ষেত্রে সব ধরনের রিঅ্যাকশন দেখা যায় না। এইসব রিঅ্যাকশন রোগীর সমস্যার ধরন এর উপর নির্ভর করে।