রুকইয়াহ (Ruqyah) কি?
ঝাড়ফুঁককে আরবীতে রুকইয়াহ বলা হয়। মানুষের দৃশ্য-অদৃশ্য যে কোনো রোগের জন্য-ই ঝাড়ফুঁক করা যায়। রুকইয়াহর পারিভাষিক অর্থ হচ্ছে- কোরআনের আয়াত, আল্লাহর নামের যিকর এবং রাসূল ﷺ থেকে বর্ণিত বিভিন্ন দোয়া পাঠ করার মাধ্যমে আল্লাহর কাছে কোন বিপদ বা রোগ থেকে মুক্তি চাওয়া। চিকিৎসাবিজ্ঞানের আলোকে কোন রোগের চিকিৎসা থাকুক কিংবা নাথাকুক সর্বাবস্থায় শারীরিক, মানসিক, অতিপ্রাকৃতিক যেকোন রোগের জন্য রুকইয়াহ কার্যকরী।
রুকইয়াহ মনের আশা পূরণের কোন যাদু-মন্ত্র নয় কিংবা অনৈতিক ফায়দা হাসিলের কোন তদবিরও নয় বরং এটি কুরআন সুন্নাহ নির্দেশীত একটি চিকিৎসা পদ্ধতি। আধুনিক পরিভাষায় এটাকে Spiritual healing বলা যায়।
মৌলিক Videos
রুকইয়াহ বৈধ হওয়ার শর্ত:
রুকইয়াহ বৈধও হতে পারে আবার অবৈধও হতে পারে। যদি শরীয়তসম্মত পন্থায় করা হয়, তাহলে বৈধ হবে অন্যথায় অবৈধ হবে। রুকইয়াহ শরীয়তসম্মত হওয়ার জন্য তিনটি শর্ত রয়েছে:
১. মহান আল্লাহর কালাম, তাঁর নাম বা গুণাবলি কিংবা রাসূল ﷺ থেকে বর্ণিত বিভিন্ন দোয়া দ্বারা রুকইয়াহ করা।
২. আরবী ভাষায় কিংবা এমন ভাষায় হওয়া, যা সবাই বুঝতে পারে।
৩. রুকইয়াহর ক্ষেত্রে এই বিশ্বাস রাখতে হবে যে, রোগ নিরাময় বা বিপদ দূর হওয়ার বিষয়ে রুকইয়াহর নিজস্ব কোনো শক্তি নেই। রুকইয়াহ শুধু ওসীলা মাত্র। মূলত যে কোনো রোগ বা বিপদ আল্লাহর ইচ্ছাতেই দূর হতে পারে।
[আল মাউসুআতুল ফিকহিয়া আল কুওয়াইতিয়া: ২৩/৯৭]